Bangla Love Sms 140 character romantic SMS collection 2020

Bangla love sms 140Bangla Love SMS – Love is the most beautiful feeling in the world. Love has no boundaries and may be felt for any special one, for your friends, family, parents, and for your country.Love are some things that ought to be expressed in appropriate wordings to form it count. Love Sms Bangla is certainly the proper thanks to showing your love for your loved ones.Also, Read These Awesome Happy Birthday Images to wishes your friends and girlfriends on their birthday.
Presenting your wide range of user-submitted Love SMS in Bengali that is combined for the online users to browse and select. You can choose your required Bangla Love SMS 2021 and send it to your loved ones with no trouble.
Check out our best Romantic Bangla love SMS 140 collection, which can represent the true feelings of your heart. Feel free to share your favorite Bangla Premer SMS that you simply like. Find 2020 largest collection of Love SMS, Lovely messages at Goodmorningsimages.com submitted by the user.
Express your feeling with some Heart Touching latest Love SMS text messages of 2021, Love SMS Quotes, Wishes, and Greetings in Bengali and English that you can send via text message to your friend & family members in Bangladesh.

Bangla Love SMS 140

bengali premer sms
(১) শীতের চাদর জড়িয়ে, কুয়াশার মাঝে দাঁড়িয়ে, হাত দুটি দাও বিলিয়ে। শিশিরের শীতল স্পর্শে যদি শিহরিত হয় তোমার মন, তাহলে বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।

(২) গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি, সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি। ভাবতে আমার ভাল লাগে শুধু তোমাকে, তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে।

(৩) চশমা পরা সেই দুচোখের মাতাল করা দৃষ্টি, মনজমিনে নামিয়ে ছিলো মুসল ধারায় বৃষ্টি।তোর ঠিকানায় আছি আমি মনপাড়াতে ঘুরি, সেদিন থেকে যেদিন নিলি মনটা করে চুরি।
earn money from tiktok

TikTok থেকে টাকা ইনকাম করুন ৫ টি উপায়ে


(৪) হৃদযের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আশি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?

(৫) বিশ্বাস যখন ভেঙে যায়, Sorry কিংবা ক্ষমা করো শব্দটি তখন হাঁস্যকর শোনায়, বিশ্বাস অনেক বড় একটা জিনিস, বিশ্বাসের উপর সব ধরনের সম্পর্ক গড়ে ওঠে।

bangla premer sms
(৬) ভালোবাসা যদি হয় দামি, তবে কেন ভালোবাসার জন্য ঝরে চোখের পানি.ভালোবাসা যদি হয় জীবনের নাম, তবে কেন অকালে ঝড়ে যায় হাজারো মানুষের প্রান.

(৭) কারো মন ভেঙোনা, পারলে হাড্ডি ভাঙো। কারন মানষের হাড্ডি আছে 206 টা দু-একটা ভাংলে কিছু হবেনা, কিন্তূ মন থাকে একটা, সেটাই জদি ভেঙে দাও R ki থাকবে বলো ?

(৮) ফুল যদি পারে ভালবাসা শিখাতে, চাঁদ যদি পারে রাতকে জাগাতে, মেঘ যদি পারে বৃষ্টি ঝড়াতে, তুমি কি পারবেনা শত বাঁধা পেরিয়ে আমায় ভালবাসতে।

(৯) গোলাপ যায় শুকিয়ে, চাঁদ যায় লুকিয়ে, দিন যায় ফুরিয়ে, পাখিরা যায় উরিয়ে, কথা দিলাম বন্ধু তোমায় যাবোনা আমি হারিয়ে, যদি রাখ তোমার হৃদয়ে, থাকবো আমি তোমার হয়ে।

Bangla Love Sms Bangla Premer Sms

Bangla love sms bangla premer sms
(১০) পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত। একজন হলো -যে তোমাকে জন্ম দিয়েছে আর. একজন হলো-যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে।

(১১) জীবন হলো জলের নৌকা, কখনও সুখের পাল তুলে, কখনও দুখের স্রোতে ভাসে, কখনও ছুটে যায় ভালবাসার টানে, কখনও থেমে যায় অজানা অভিমানে

(১২) মনেরই নীল খামে, প্রথম চিঠি তোমার নামে। তাও আবার মনে মনে, পাঠিয়েছি মোবাইল ফোনে, পড়ে দেখ শেষ লাইন, মিস করছি ‘ all time’I MISS You….

(১৩) কত সুন্দর তুমি, প্রেমে পড়েছি আমি, সুন্দর তোমার মন, ভলোবেসে হারা ২জন, মায়াবি তোমার আখি, দিওনা আমায় ফাঁকি, সুন্দর তোমার হাসি, আমি তোমাকে ভালবাসি.

(১৪) ঘর সাজাবো আলো দিয়ে, মন সাজাবো প্রেম দিয়ে, চোখ সাজাবো স্বপ্ন দিয়ে,হাত সাজাবো মেহেদি দিয়ে, আর তোমায় সাজাবো আমি আমার ভালোবাসা দিয়ে।

(১৫) ফুল যদি পারে ভালোবাসা শিখাতে, চাঁদ যদি পারে রাতকে জাগাতে, মেঘ যদি পারে বৃষ্টি ঝড়াতে, তুমি কি পারবেনা শত কষ্টের মাঝে আমাকে ভালোবাসতে।

(১৬) ভালোবাসা দুটি হৃদয়ের মাঝে সেতু বন্ধন । পৃথিবীতে বেঁচে থাকা নির্ভর করে যদি সে জীবনের মাঝে ভালোবাসা বিদ্যামান থাকে।

(১৭) শীতের চাদর জড়িযে,কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন, বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।

(১৮) একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটি মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে।

(১৯) চাইলেই কি ভুলা যায় ভালবাসি যারে, ভুলতে চাইলে আরো বেশি মনে পরে তারে। যার জন্য ভালবাসা এই মনেতে জাগে, তারে কি ভুলা যায় মরনের আগে?

(২০) যার মনটা পাথরের মতো শক্ত, জীবনে তাকেই ভালোবাসো। কারণ সেই পাথরে যদি একবার ফুল ফোটাতে পারো, তবে সেই ফুল শুধু তোমাকেই সুবাশ দিবে, আর কাউকে নয়।

Bengali Love Sms

Bangla love sms
(২১) স্বপ্নের শিকরে তুমি আছ দাড়িয়ে, ভালবাসার আদরে ফুল ফুটেছে পাথরে, হৃদয়ের সংসদে তুমি পাবে সিংহাসন, সেই আসনে বসিয়ে ভালবাসবো সারাজীবন।

(২২) লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখবো তোমার নাম, হাজার পাখির সুরদিয়ে গাইবো তোমার গান, তুমি আমার জান, তুমি আমাৱ আশা, তোমার জন্য রইল আমার অশেষ ভালোবাসা।

(২৩) যত কষ্ট দাও, আপন করে নিব। যত দুঃখ দাও সুখ ভেবে নেবো। যদি ভালবাসা দাও বুকে জরিয়ে নেবো। R যদি ভুলে যাও নিরবে আমি তোমাকে ভালবেসে যাব।

(২৪) ফুল দিয়ে পুজা হয়, পাতা দিয়ে নয়। মন দিয়ে প্রেম হয়, রুপ দিয়ে নয়। তাই তো কাজী নজরুল কয়-ভালবেসে এগিয়ে যাও নেই কোনো ভয়, একদিন হবেই ভালবাসার জয়।

(২৫) তাকে ভালোবাসো যে তোমার হাত সারাজীবন ধরে রাখবে।তাকে বিশ্বাস করো যে তোমার বিশ্বাসের মর্যাদাদেবে।তবে আগে তাকে পরিক্ষা করে দেখ সে আসলে তোমার কিনা।

(২৬) একটু ভালোবাসা দিবি? যে ভালোবাসায় থাকবে না কোন দুঃখ, থাকবে না না পাওয়ার যন্ত্রনা. থাকবে না মায়া কাঁন্না, থাকবে শুধু সীমাহীন অনুভূতি, যেই অনুভূতি কে সাথি করে কাটিয়ে দিবো সারাটা জীবন।

(২৭) কাউকে ভালবাসা হয়ত খুব সহজ, কিন্তু তাকে ভুলে যাওয়া খুব কষ্টের। ভালবাসা যত সহজ ভুলে যাওয়া তার চেয়ে অধিক কঠিন।

(২৮) কেন তুমি কাছে এলে. অল্পদিনে ভুলে গেলে “বুঝিনি আগে এমন হবে ” আমায় শুধু কষ্ট দিবে” এটাই কী ছিলো তোমার চাওয়া আমায় শুধু কষ্ট দেওয়া.

(২৯) ভালোবাসা কী ভুল? নাকি লাল গোলাপ ফুল। ভালোবাসা কী সুখ? নাকী বেদনা ভরা দুখ ভালোবাসা কী হাসি? নাকী গলার ফাসি।তবু মন বলে তোমায় ভালোবাসি।

(৩০) গোলাপ গাছে গোলাপ ফোটে নিল আকাশে ওঠে চাঁদ, তোমার কথা ভাবতে ভাবতে কেটে যায় সারা রাত। তোমায় আমি প্রথম দেখি স্কুলের ঐ মাঠে, সাদা রঙ্গের জামা পরা এক পরি যেন হাটে। দুর থেকে দেখে তোমায় বড়ই ভালো লাগে, তখন থেকেই প্রেম করতে আমার ইচ্ছে যাগে।

Bangla love Sms 2020

Bangla love sms 2020
(৩১) চোখের আড়াল হতে পারো, মনের আড়াল নয়। মন যে আমার সব সময়, তোমার কথা কয়। মনকে যদি প্রশ্ন করি, আমার আপন কে ? মন বলে, এখন তোমার SMS পড়ছে যে।

(৩২) আমি সেই পাখি যার বাসা নেই, আমি সেই আকাশ যার বুকে তারা নেই, আমি সেই নদী যার তীরে পানি নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বুঝার মত কেউ নেই।

(৩৩) যতো ভালবাসা পেয়েছি তোমার কাছ থেকে। দুষ্টু এই মন চায়, আরো বেশি পেতে। কি জানি, তোমার মধ্যে কি আছে, কেনো যে এ মন চায়, তোমাকে আরো বেশি করে কাছে পেতে।

(৩৪) ফুল আনেক সুন্দর যদি সাজাতে জানো. জীবন আনেক রঙিন. যদি রাঙাতে যান. পকৃতি অনেক মায়াভী. যদি দেখতে যান. ভালবাসা অনেক দামী. যদি ভালবাসতে যান.

(৩৫) ভালবাসা সপ্নের এক ঠিকানা, যার খোজ পাওয়া সহজ, কিন্তু সঠিক মনের মানুষ পাওয়া কঠিন, ভাল তো সবাই বাসতে পারে, কিন্তু ভালবাসা কি সবাই বুঝতে পারে?

(৩৬) মনের মাঝে আছি বলে করিস অবহেলা। আমি যখন হারিয়ে যাবো কাদবি সারাবেলা। তবু যদি হারিয়ে যায় তোর অজানতে। সৃতি গুলু যতনে রাখিস মনের সিমান্তে.

(৩৭) বুঝবে একদিন তুমি, আমি তোমাকে কতটা ভালোবাসি । সেই দিন হইতো আমি হারিয়ে যাবো ঔ দুরে নিল আকাশে তারার মাঝে । বুঝবে একদিন তুমি, আমি তোমাকে কতটা মিচ করি সেইদিন হইতো আমি হারিয়ে যাবো ঔ মরুভুমির বালির মাঝে । বুঝবে একদিন তুমি, আমি তোমাকে ছাড়া কতটা একা একা থাকি সেই দিন হইতো আমি থাকবোনা এই পৃথিবীতে হারিয়ে যাবো ঔ মাটির ছোট্ট ছোট্ট কনাই…!

(৩৮) পৃথিবীর সব কিছু মিথ্যা হলেও, ছেলেদের চোখের অশ্রু কখনো মিথ্যা নয় । কারন মেয়েরা খুব কষ্ট না পেলে, কথনো তাদের দামি অশ্রু ঝরায় না.

(৩৯) যদি এমন কাউকে পেতাম যে আমাকে অন্তর দিয়ে ভালবাসবে যার সব ভালবাসা আমায় গিরে থাকবে. তবে আমি এই পৃথিবীর বিনিময়েও তাকে হারিয়ে যেতে দিতাম না.

(৪০) যদি মন কাঁদে, আসব বর্ষা হয়ে।! যদি মন হাসে, আসব রোদ্দুর হয়ে। যদি মন ওড়ে, আসব পাখি হয়ে। যদি মন খোঁজে, আসব তোমার জান হয়ে!

Bangla love Sms for girlfriend

Bangla love sms for girlfriend
(৪১) কী নিষ্ঠুর তুমি? কেমন তোমার মন? কীভাবে থাকতে পার ভূলে সারাক্ষন? মনে কী পরেনা একটুও আমায়?

(৪২) তোমায় সুয্য ভাবিনা যা অস্ত যাবে, তোমায় ফুল ভাবিনা যা ঝরে যাবে, তোমায় নদী ভাবিনা যা বয়ে যাবে, তোমায় সময় ভাবিনা যা চলে যাবে, তোমায় আমি আমার জান ভাবি যা চিরদিন রয়ে যাবে।এক বিন্দু ভালোবাসা দাও আমি সিন্দু হৃদয় দিব।

(৪৩) পৃথিবীতে সেই সবচেয়ে ধনী। যার একটি সুন্দর মন আছে,, যার মনে নাই কোন অহংকার,, নাই কোন হিংসা। আছে শুধু অন্যের জন্য ভালোবাসা.

(৪৪) যদি চাদঁ হতাম সারা রাত পাহারা দিতাম!যদি জল হতাম-সারা দেহ ভিজিয়ে দিতাম। যদি বাতাস হতাম-তোমার কানে চুপি চুপি বলতাম-আমি তোমাকে ভালবাসি.

(৪৫) চোখে আছে কাজল কানে আছে দুল, ঠোট যেন রক্তে রাঙা ফুল, চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি, এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।

(৪৬) আকাশ বলে তুমি নীল। বাতাস বলে তুমি বিল। নদী বলে তুমি সিমা হিন। চাঁদ বলে তুমি সুন্দর। ঘাস বলে তুমি সবুজ। ফুল বলে তুমি অবুজ। কিন্তু আমি বলি, “তুমি কেমন আছ?”

(৪৭) ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।। তোকে অনেক ভালবাসি

Valobashar Sms Bangla Lekha

Valobashar Sms Bangla Lekha
(৪৮) যদি বৃষ্টি হতাম…… তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম। চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম। মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে, কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!

(৪৯) আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া, আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া, আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !

(৫০) টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি, কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি, বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে, মনটা নাচে ছন্দে উতলা আনন্দে, জানু তোমার জন্য

Bangla love Sms 2016

Bangla love sms 2016
(৫১) এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে, যদি কাছে আসতে দাও, যদি ভালবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে

(৫২) ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন, তুমি আসলে দুজনে সাজাবো জীবন, চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা, তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালবাসা…

(৫৩) হৃদয় জুড়ে আছ তুমি, সারা জীবন থেক. আমায় শুধু আপন করে, বুকের মাঝে রেখ. তোমায় ছেড়ে যাবনাতো, আমি খুব দূরে. ঝড় তোপান যতই আসুক, আমার জীবন জুড়ে

(৫৪) বুকের কষ্ট চাপা দিয়ে “ঝরছে চোখের জল মনের মানুষ ভুলে গেছে” কাকে দিবো Call মেঘ হীন আকাশে “চাদের নেই আলো এই পৃথিবীতে আমি ছারা” সবাই আছে অনেক ভালো

(৫৫) নদীর পারে বসে আমি লিখছি কবিতা~ দুই নয়নে ভাসে শুধু তোমার ছবিটা মেঘলা আকাশ একলা আমি” একলা আমার মন ভাবছি কবে হবে তুমি আমার আপন জন

(৫৬) মিষ্টি চাঁদের মিষ্টি আলো, বাসি তোমায় অনেক ভালো. মিটি মিটি তারার মেলা, দেখবো তোমায় সারাবেলা. নিশিরাতে শান্ত ভুবন, চাইবো তোমায় সারাজীবন

(৫৭) ফোন করতে পারিনা নাম্বার নাই বলে, খবর নিতে পারিনা সময় নাই বলে, দাওয়াত দিতে পারিনা বেশি খাও বলে, শুধু sms করি ভালবাসি বলে!

(৫৮) তোমার মুখের হাসি টুকু লাগে আমার ভালো, তুমি আমার ভালবাসা বেঁচে থাকার আলো। রাজার যেমন রাজ্য আছে আমার আছ তুমি, তুমি ছাড়া আমার জীবন শূধু মরুভুমি।

(৫৯) তোর জন্য আনতে পারি আকাশ থেকে তারা, তুই বললে বাচতে পারি অক্সিজেন ছাড়া। পৃথিবী থেকে লুটাতে পারি বন্ধু তোরি পায়, এবার তুই বল, এভাবে আর কত মিথ্যা বলা যায়!!!

(৬০) ভালবাসার তালে তালে চলব দুজন এক সাথে। কাছে এসে পাসে বসে মন রাখ আমার মনে। শপ্ন দেখ্ব দুজন মিলে, ঘর করছি এক সাথে। আর কি লাগে প্রিথিবিতে??? বউ আনব ভালবেসে।

Bangla love Sms for wife

Bangla love sms for wife
(৬১) যদি দেখা না হয় ভেবোনা দূরে আছি। যদি কথা না হয় ভেবোনা ভূলে গেছি। যদি না হাসি ভেবোনা অভিমান করেছি। যদি ফোন না করি ভেবোনা হারিয়ে গেছি। মনে রেখো তোমায় আমি ভালোবাসি।

(৬২) লাগবে যখন খুব একা, চাঁদ হয়ে দিবো দেখা ..মনটা যখন থাকবে খারাপ, স্বপ্নে গিয়ে করবো আলাপ ..কষ্ট যখন মন আকাশে, তাঁরা হয়ে জ্বলবো পাশে

(৬৩) মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালবাসা,যার মধ্যে ভালোবাসা নেইতার কোনো দুর্বলতাও নেই, ভালোবাসার জন্য মানুষ সবকিছু ছেড়ে দেয়। আরসেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাড়ায় !!!

(৬৪) মানুষের মাঝে আছে মন, মনের মাঝে প্রেম, প্রেমের মাঝে জীবন, জীবনের মাঝে আশা, আশার মাঝে ভালবাসা, আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি?

(৬৫) প্রিয়জন যদি থাকে পাশে, মনে হয় পৃথিবীর সব সুখ আমারি কাছে। ভালোবাসা বুঝি তখনি সত্যি হয়, যখন ভালোবাসার মানুষটি মনের মত হয়।

(৬৬) বুক ভরা ভালোবাসা আমি রেখেছি তোমার জন্য____তুমি যে আমার আমি যে তোমার____তুমি শুধু আমার জন্যে

(৬৭) আমার ভালোবাসা সেদিন সার্থক হবে… যে দিন ভালোবাসার মানুষটি ১ফোটা চোখের জল ফেলে বলবে… আমি শুধু তোমাকেই ভালোবাসি।

(৬৮) কজন প্রেমিকের কাছে চন্দ্র হলো তার প্রেমিকার মুখ। আর জোছনা হলো প্রেমিকার দীর্ঘশ্বাস।

(৬৯) এক ফোঁটা শিশিরের কারনেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয়, তেমনি এক চিমটি ভালবাসা দিয়ে ও সুখ পাওয়া যায় যদি সেই ভালবাসা খাঁটি হয়…

(৭০) জানিনা ভালোবাসার আলাদা আলাদা নিয়ম আছে কিনা, তবে আমি কোন নিয়মে তোমাকে ভাল বেসেছি তাও জানিনা, শুধু এইটুকু জানি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি….

Romantic Bangla Love Sms

Romantic bangla love sms
(৭১) মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে, তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা। সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা।

(৭২) ফুলের প্রয়োজন সূর্যের আলো, ভোরের প্রয়োজন শিশির, আর আমার প্রয়োজন তুমি, আমি তোমাকে ভালবাসি।

(৭৩) চাঁদ মেঘে লুকালো তোমাকে দেখে প্রিয়া____ রাত বুঝি ঘুমালোএসো না বুকে প্রিয়া____ ঝিরি ঝিরি হাওয়া শিরি শিরি ছোয়া____ ঝড় উঠেছে এ মনে হায় এ মনে কেউ জানেনা

(৭৪) জীবনটা ধর সাগর, আর হৃদয় তার তীর। বন্ধু হলো সাগরের ঢেউ। তোমার সাগরে অনেক ঢেউ থাকতে পারে তবে ব্যাপার হল সবগুলো ঢেউ কি তীর স্পর্শ করতে পারে?

(৭৫) ভালোবাসার মানুষ যতোই দূরে থাকুননা কেনো, কখনো মনে হবে না যে সে দূরে আছে, যদি সে অনুভবে মিশে থাকে ।

(৭৬) ভালবাসা কি? তপ্ত মরুর বালুর শিখা, ভালবাসা কি? নদীর স্রোতে ভাসমান কোনো ণৌকা, ভালবাসা কি? ভেসে আসা কোনো সুখের ভেলা, ভালবাসা কি? দুখের মাঝে হাসি মিশ্রিত কান্না, ভালবাসা কি? কোনো এক অজানা ঠিকানা?

(৭৭) ভালোবাসা মানে আবেগের পাগলামি,, ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি । ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,, ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা।

(৭৮) ভালোবাসা পরিমাপ এর একক হলো ” বিশ্বাস ” …. একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে, তাদের ভালবাসার পাল্লা তত ভারী হবে

(৭৯) প্রেম এক সুখ পাখি! পুষতে হয় বুকের খাচায়। সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়।

(৮০) ভালবাসা এক অদ্ভুত অনুভূতি__ যখন ছেলেটি বুঝে, তখন মেয়েটি বুঝে না__ যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে নাহ্__ আর যখন উভয়ই বুঝে তখন দুনিয়া বোঝে নাহ্

Bangla love Sms Bengali prem er Sms

Bangla love sms bengali prem er sms
(৮১) খুঁজিনি কারো মন, তোমার মন পাব বলে। ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে। হাঁটিনি কারো সাথে, তোমার সাথে হাঁটবো বলে। কাউকে বাসিনি ভালো, তোমাকে ভালবাসি বলে।

(৮২) কাউকে ভালোবাসা কঠিন কাজ নয়।কঠিন হল কারো মনে ভালোবাসা সৃস্টি করা।

(৮৩) চাঁদ কে ভালবাসি রাত পর্যন্ত, সূর্য কে ভালবাসি দিন পর্যন্ত, ফুল কে ভালবাসি সুভাস পর্যন্ত, কিন্তু তোমাকে ভালবেসে যাবো আমার শেষ নিশ্বাস পর্যন্ত।

(৮৪) দুটি চোখের কান্নার মর্ম যদি কেউ বুঝতো। দুঃখের পিছনেও যে সুখ আছে সেটা যদি সবাই জানতো। ভালোবাসার মাঝে টক-ঝাল মিষ্টি এগুলো সবই আছে কিন্তু ভালোবাসার এসব অনেকের জীবনেও মিছে।

(৮৫) ভালোবাসা হল এমন একটি শ্বাস যাতে শুধু খাটে দুজনার বিশ্বাস এটি হল ছোট্ট সুখের বাসা তাইতো এর নাম রাখা হয়েছে ভালোবাসা।

(৮৬) ভালোবাসা মানে নিল প্রজাপ্রতি, ভালোবাসা মানে রুপালি উজান। ভালোবাসা মানে জোছনার গান। ভালোবাসা মানে উশ্ন সুখের বরফ গলা নদী।

(৮৭) পৃথিবীর সব সুখ তখনি নিজের মনে হয়, যখন ভালোবাসার মানুষটি ভালোবেসে পাশে থাকে.. আর তখনি নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যখন ভালোবাসার মানুষটি বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে…

(৮৮) বন্ধুকে ভালবাসার মানুষের জায়গায় বসানো যায়.. কিন্তু ভালবাসার মানুষকে কখনও শুধু বন্ধু হিসেবে মেনে নেয়া যায় না.

(৮৯) যদি ভালবাসো মোরে তবে মোর হাত দুখান ধরে নিয়ে চল অনেক অনেক দূরে, যেথায় তোমাতে আমাতে কথা হবে মুখে মুখে নয়, কেবলই মনে আর মনে

(৯০) মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দিই…, কারন তোমাকে ভালবাসি বলে…… নীরবে নিজেও কষ্ট পাই…., তোমাকে মিস করবো বলে…….. তোমাকে যখন মিস করি…., তখন পৃথিবীকে এড়িয়ে চলি…… কারন তখন আমার সব……, অনুভূতি জুড়ে শুধুই তুমি

Bangla Love Sms for husband

Bangla love sms for husband
(৯১) ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসাকে বেঁধে যে রাখে।

(৯২) আমি তাকেই ভালবাসি যে, আমাকে বিশ্বাস করে।আমি তাকেই বিশ্বাস করি যে আমাকে বুঝে।

(৯৩) কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে,, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে.. আর কেউ যদি না দেখে কাঁদে,, বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!!

(৯৪) আজকে তুমি রাগ করছো, দু:খ পাবো তাতে । কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে? বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে । বুঝবে সেদিন তুমি, ভালোবাসতাম শুধু তোমাকে …… !

(৯৫) কবিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,, সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে.. মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,, শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!!

(৯৬) ভালবাসা মানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভুতি, যা কেবল – শুধু মাত্র ভালবাসার মানুষের সামনে ভাষায় অথবা আচরণে প্রকাশ হয় ।

(৯৭) যদি তুমি মনে করো সুখে নেই, সুখে নেই, সুখে নেই. তবে তুমি ফিরে আসো এখনো আগের মতো ভালবাসি তোমাকেই..!!

(৯৮) তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়,, তাহলে আমি ভুলে যেতে রাজি.. ভুলতে হয়তো কোনদিন ও পারবো না,, তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো..!!

(৯৯) ছিরে ফেলেছি আমি ডাইরির পাতা… সেথা লেখা ছিল হাজার স্বপ্নের কথা.. ছিরতে পারিনি আমার মনের পাতা.. যেখানে জমে আছে আছে জীবনের অনেক ব্যাথা

(১০০) ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,, শিশির ভেজা ফুলের মত পবিত্র.. কিন্তু সময়ের কাছে পরাজিত,, বাস্তবতার কাছে অবহেলিত..!!

Bangla Love Sms for her

Bangla love sms for her
(১০১) যার রাগ বেশি সে নিরবে অনেক ভালোবাসতে জানে, যে নিরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি।

(১০২) গোপনে বেসেছি ভাল প্রকাশ করিনি বলব বলব বলেও কোন দিন বলতে পারিনি মনে শুধু প্রশ্ন জাগে তুমি ও কি আমাই ভাসভাল? মনে আবার ভয়ই জাগে কি জানি কি ভাবে চেষ্টা অনেক করি তবুও বলতে পারিনা মনের কথা সে কথাই যদি তুমি পাও একটু ব্যথা এই নাবলা কথাটি শুধু কষ্ট দিসছে আমাই আড়াল থেকে ভালবেসে যাচ্ছি শুধু তমা

(১০৩) হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড়। আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি কল্পনার সাগরে ভেসে চলে জাব, জাব তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা?

(১০৪) থিবীটা তোমারি থাক, পারলে একটু নীল দিও। আকাশটা তোমারি থাক, পারলে একটু তারা দিও। মেঘটা তোমারি থাক, শুধু একটু ভিজতে দিও। মনটা তোমারি থাক, পারলে একটু জায়গা দিও

(১০৫) এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে , যদি কাছে আসতে দাও, যদি ভালবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে

(১০৬) রাজার আছে অনেক ধন. আমার আছে একটি মন. পাখির আছে ছোট্র বাসা. আমার মনে একটি আশা. তোমায় ভালোবাসা.

(১০৭) কাজল কালো আখির মাঝে ভালবাসার স্বপ্ন সাজে দূর দেশের কাজল আখি ছুঁয়ে গেলে মন প্রজাপতি রংগিন প্রজাপতি আজ খুঁজে ফেরে সেই আখি যাহার মাঝে নিজেরে আজ হারায়েছি

(১০৮) হাসাতে সবাই পারে, তেমনি কাঁদাতেও পারে সবাই, কাঁদিয়ে যে মানাতে পারে, সেই হচ্ছে সত্যি কারের বন্ধু!! আর, কাঁদিয়ে যে নিজেও কেঁদে ফেলে, সে হচ্ছে সত্যি কারের ভালোবাসা

(১০৯) আমি জানি তুমি আসবে, পূর্ণিমার চাঁদ হয়ে আমায় ছুঁয়ে দিতে অথবা ভোরের কুয়াশা হয়ে আমায় সিক্ত করতে.. আমি জানি তুমি আসবে, বিকেলের রংধনু দিয়ে
Love sms bengali
My Thoughts About Love SMS in Bengali
Bengali In love, they have the power to make you fly! You need more than luck to succeed in your life. In this difficult time, it is even stronger to keep the love between you and your daughter.Even a few small steps like sending a sweet Bangla love SMS 140 to your girlfriend can make a huge difference in your relationship. So don’t hesitate and do it now.Use the quick social media buttons or choose a short love message below and send them. See the difference in his eyes!
Share this wishes with your friends...
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
Linkedin
Share on pinterest
Pinterest

Leave a Comment

close